কৃষক বাবার ছেলে
নুর মুহাম্মদ
লজ্জা কিসের বলতে আমার
কৃষক বাবার ছেলে
গর্বে আমি উড়তে পারি
নিজের ডানা মেলে।
বাবার মতই লক্ষ কৃষক
এই দেশেতে বাস করে
দেশের মায়ায় ফসল ফলায়
রুদ্রমেঘে চাষ করে।
ওরায় দেশের কৃষক মজুর
বাংলা মায়ের ধন,
কোটি মুখের অন্ন জোগায়
তারাই আপনজন।
তোমরা যাদের কৃষক বাবা
আর করোনা ভয়
কৃষির মাঝে জড়িয়ে আছে
বাংলাদেশের জয়।
নুর মুহাম্মদ
লজ্জা কিসের বলতে আমার
কৃষক বাবার ছেলে
গর্বে আমি উড়তে পারি
নিজের ডানা মেলে।
বাবার মতই লক্ষ কৃষক
এই দেশেতে বাস করে
দেশের মায়ায় ফসল ফলায়
রুদ্রমেঘে চাষ করে।
ওরায় দেশের কৃষক মজুর
বাংলা মায়ের ধন,
কোটি মুখের অন্ন জোগায়
তারাই আপনজন।
তোমরা যাদের কৃষক বাবা
আর করোনা ভয়
কৃষির মাঝে জড়িয়ে আছে
বাংলাদেশের জয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন