জনপদ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে সিএনজি চুরির ঘটনা ঘটেছে। বাঁশখালীতে অজ্ঞাত কিছু সিন্ডিকেট চোরের দল মোটর সাইকেল, সিএনজিসহ দোকানপাট চুরিতে বেশ কয়েকদিন থেকে তৎপর হয়ে উঠেছে। বিশেষ করে রাত ঘনিয়ে এলে এদের উৎপাত বেড়ে যায়। গত সোম-মঙ্গলবার এর মাঝামাঝি সময়ে গভীর রাতে সরল ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম কাহার ঘোনা (লালখান পাড়া) আমিনের দোকানের পশ্চিম পার্শ্বের একটি দোকানঘর থেকে সিএনজি চুরি হয়ে যায়। ওই এলাকার মোঃ ওসমান গণি নামের একজন সিএনজি চালক প্রতিদিন সিএনজি চালিয়ে একই জায়গায় সিএনজি রেখে বাড়ীতে চলে যায়। গত ৭ অক্টোবর সোমবার দিবাগত রাতে চোরের দল দোকানের তালা ভেঙ্গে গাড়ীটি চুরি করে নিয়ে যায়। চুরি হয়ে যাওয়া সিএনজির চেসিস নং-২৪৭৭৭, ইঞ্জিন নং-৩৭৪২৯, গাড়ীর রং- তোতা রং, গাড়ীর নাম রহমত উল্লাহ্ এক্সপ্রেস।
গাড়ী চালক মোঃ ওসমান গণি চুরি হয়ে যাওয়া গাড়ী চোরদের অজ্ঞাত ব্যক্তিদের নামে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরী করেছে বলে জানান।
এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশ সুষ্টু তদন্তের মাধ্যমে চোরদের সনাক্ত করার বিষয়ে তৎপর রয়েছে বলে জানান।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন