বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম'র ২৯তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

জনপদ প্রতিনিধিঃ বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে ২৯তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ও একই সাথে বিগত ত্রিশ বছরের ধারাবাহিকতায় চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৩০তম মেধাবৃত্তি পরীক্ষা গ্রহণও সম্পন্ন হয়েছে। 
কাজী শাহরিয়ারের সঞ্চালনায় বৃত্তি পরবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাফাচ সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বাফাচ উপদেষ্টা পরিষদ সচিব ও সাবেক সভাপতি আলহাজ্ব জামাল মোস্তাফা চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার, বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাফাচ  শিক্ষা ও বৃত্তি সম্পাদক আহমদুর রহমান মিটু, মোহাম্মদ ফেরদৌস আক্তার, কুতুবউদ্দিন হাসান নূরী, বাহারচরা ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, অধ্যাপক আশেক এলাহী, অধ্যাপক মুহাম্মদ ফয়জুল হক প্রমূখ।
বক্তারা সমৃদ্ধ বাঁশখালী বিনির্মাণে কোমলমতি শিক্ষার্থীদের জন্যে বাঁশখালী ফাউন্ডেশন প্রবর্তিত মেধাবৃত্তি ও অন্যান্য সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের প্রতি যত্নবান হতে অভিভাবকদের পরামর্শ দেন। তাছাড়া ট্যালেন্টপুলে  বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জাইমা তার অভিব্যক্তি ব্যক্ত করে বক্তব্য রাখেন। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন রাজিব দাশ সহকারী প্রধান শিক্ষক বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত ধারাবাহিক ২৯তম মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে বিভিন্ন গ্রেডে ৫০ জনকে সনদ সহ বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com



কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.