নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতু ব্যক্তি হলেন উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া এলাকার মীরপাড়া গ্রামের কালু মিয়ার পুত্র মু. রাকিব (১৮)।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে সংঘটিত দুর্ঘটনায় তিনি নিহত হন। এ ঘটনায় থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করলেও নিহতের ও দূর্ঘটনা কবলিত বাড়ীর মালিকের সম্মতিক্রমে প্রসাশনিক অনুমতি নিয়ে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এদিকে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে ও এলাকায় শোক বিরাজ করছে।
এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশের ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, চাম্বলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিদ্যুৎ স্পৃষ্ট মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়ার পর ও নিহত পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুঁইছড়ীর মীর পাড়া গ্রামের রাজমিস্ত্রি রাকিব প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী চাম্বল ইউনিয়নের খলিফা পাড়া গ্রামের মু. ফরিদুল আলমেল পুত্র রহমত উল্লাহর নির্মানাধীন বাড়ীর কাজে যোগ দেয়। কাজের এক পর্যায়ে ঐ বাড়ীর বিদ্যুৎতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। তাছাড়া নির্মানাধীন ওই বাড়ীতে অবৈধ বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে নির্মাণ কাজ চালানো হচ্ছিল বলে জানা যায়। বাড়ীর পানির ট্যাংক হতে পানি সংগ্রহ করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন