শিব্বির আহমদ রানাঃ
মৃত্যু অবধারিত। কবে, কখন, কোথায়, কিভাবে পর পারের ডাক আসে তা কারোই জানা থাকেনা। আর সেই মৃত্যু যদি হয় আনন্দঘন এক বিজয়ের মঞ্চে তা খুবই বেদনাদায়ক। বলেছিলাম বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী উৎসবে সব আনন্দকে মাটি করে, সতীর্থদের কাঁদিয়ে বিদায় নেওয়া এক প্রাক্তন ছাত্রের কথা।
কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তি, পুরাতন ছাত্র ছাত্রীদের মিলন মেলা ও আলোচনা সভা ২০১৯ ইং এর দু'দিন ব্যাপী অনুষ্ঠানে বক্তব্য প্রদান শেষে পাঁচ মিনিটের ব্যবধানে মঞ্চেই স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. রেজাউল করিম লিটন (৪০)। তিনি ওই বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এসএসসি পাশ করেন।
নিহত রেজাউল করিম কাথরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ কাথরিয়ার তালুকদার বাড়ী প্রকাশ পণ্ডিত বাড়ির নুরুল ইসলামের পুত্র বলে জানা যায়। ব্যক্তি জীবনে তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন। দু'দিন ব্যাপী অনুষ্ঠিত (২৭, ২৮ ডিসেম্বর) সুবর্ণজয়ন্তী উৎসবের শেষের দিন বিকেল ৩ টায় বক্তব্য প্রদান করেন তিনি। বক্তব্যের ঠিক পাঁচ মিনিটের ব্যাবধানে স্ট্রোক করে মঞ্চেই ঢলে পড়েন তিনি।
সাথে সাথে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।
বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবের শেষের দিনের অনুষ্ঠান চলছে। নবীন-প্রবীণ সাবেক ছাত্রদের মিলনমেলা বসেছে কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে। চলছে দেশখ্যাত শিল্পী রবি চৌধুরী সহ বিখ্যাত ব্যান্ড শিল্পীদের গানের উৎসব। এদিকে প্রাক্তন ওই ছাত্রের মৃত্যুর পর শেষ দিবসের অনুষ্ঠানের এমন আনন্দঘন উৎসবকে নিয়ে অনেকে সোস্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। মৃত্যুর কোলে ঢলে পড়া মঞ্চে গানের উৎসবকে নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন অনেকেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন