বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

ফলাফল প্রকাশ আজ সোমবার: বাঁশখালীর চাম্বলে বাগীশিকের সনাতনী মেধাবৃত্তি সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বাঁশখালী উপজেলা সংসদের পরিচালনায় এবং চাম্বল ইউনিয়ন সংসদের উদ্যোগে সনাতনী মেধাবৃত্তি/১৯ গত শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় চাম্বল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালী উপজেলার বিভিন্ন গীতা শিক্ষা প্রতিষ্ঠানের ক বিভাগে ৫৫ জন, খ বিভাগে ১৪০ জন এবং গ বিভাগে ৭২ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। উক্ত সনাতনী মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, চাম্বল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ শাহাবুদ্দিন, বাঁশখালী উপজেলা স্কাউটস সম্পাদক ও সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খোকন চক্রবর্তী, পশ্চিম চাম্বল সপ্রাবি প্রধান শিক্ষক মাখন কান্তি সিকদার। মেধাবৃত্তি পরীক্ষায় হল সুপারের দায়িত্বে ছিলেন বাগীশিক চাম্বল ইউনিয়ন সংসদের সভাপতি স্বরূপ দেবনাথ , উপস্থিত ছিলেন শিবন দত্ত (সা. সম্পাদক) সহ বাগীশিক চাম্বল ইউনিয়ন সংসদ নেতৃবৃন্দ, বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের সভাপতি শংকর প্রসাদ দাশ, সাধারন সম্পাদক কাঞ্চন গুপ্ত, সহ সভাপতি দোলন কান্তি সুশীল, সাংগঠনিক সম্পাদক রিটন দেব, সুজন সুশীল, অনুপম দেব, ধীমান দাশ, বাবলা কান্তি দেব, টিপু কান্তি ধর, শ্যামল দেব, তপন কান্তি ধর, অতুল সিকদার, রাজীব দেবনাথ, সজীব দে, দীনবন্ধু দেব, সুজন দে, সুদর্শন দে,  টিটু সুশীল, নিরুপম দে, সুপন দেব, টুকু দেব, প্রাণতোষ দেবনাথ, প্রিয়তোষ দেবনাথ, তপন দেবনাথ, সানি সুশীল, রুপন কান্তি দে, জনি দেবনাথ, নান্টু কান্তি দাশ সহ প্রমুখ। 

এদিকে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণরা হলেন ক বিভাগে ট্যালেন্টপুলে ৪৯, ৩২, ৪৪, ৫৫, সাধারণ গ্রেডে ২১,৩০, ৪২,০২, ৪৮,৩৬ ও ৩৯, ক বিভাগে ট্যালেন্টপুলে ৮২, ১০৭, ৬৯, ১০১, ১২৭, ১২৮, ১৭, ৫৩, ৩৩, ৫৮, ১২, ৯১, ১১৮, ১০২, ১২০, ৯০, ০২, ১০০, ১০৩, ১১৩, ৩৬, গ বিভাগে ট্যালেন্টপুলে ৬৩, ৫২, ১০, ৬০, ৬৭, ৪৭, ০৬, ৩৭, ৩৬, ৫১, ০৩, ৪০। 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.