প্রেসবিজ্ঞপ্তিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ক শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল ইরফান আদর্শ মাদরাসা'র বার্ষিক ফলাফল প্রকাশ, শিক্ষানুরাগী ও অভিভাবক সমাবেশ মাদরাসা অডিটোরিয়ামে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে।
মাদরাসার শিক্ষা সচিব মুহাম্মদ কামাল উদ্দীন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাওলানা শেখ আব্দুল্লাহ।
বার্ষিক পরিক্ষার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাওলানা নুরুল ইসলাম, হাফেজ আব্দুল জাব্বার, দুবাই প্রবাসী মাওলানা জমির উদ্দীন, মাদরাসার ভূমিদাতার জৈষ্ঠ্যপুত্র শিক্ষানুরাগী মুহাম্মদ হোসাইন সাওদাগর, বায়তুল ইরফান আদর্শ মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক ও সাংবাদিক শিব্বির আহমদ রানা, সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহের সহ বরেণ্য ওলামায়ে কেরাম, অভিভাবক ও ইসলামিক স্কলারগণ।
এ সময় মাদরাসা পরিচালক শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ করেন। সন্তোষজনক ফলাফলের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। মাদরাসার এ ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য তিনি আগামীতেও শিক্ষক, অভিভাবকদের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। বরাবরের মতো ২০১৯ শিক্ষাবর্ষের ইবতেদায়ী সমাপনী ও জেডিসি পরিক্ষায় উত্থীর্ণ শিক্ষার্থীদের শতভাগ পাশের রেকর্ড করায় শিক্ষক শিক্ষার্থীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদরাসা পরিচালক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন