প্রেসবিজ্ঞপ্তিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে আল্লামা খাইর উদ্দীন (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দেড় শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী কাজী বাড়ী প্রাঙ্গনে কম্বল বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি গাজি সালাহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. মোবারক হোছাইন আসিফ এর পরিচালনা অনুষ্টিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মুফতি নাছিমুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসমাহ’র এরিয়া ম্যানেজার হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জামেয়া দারুল মা’রিফ আল-ইসলামিয়া’র শিক্ষক ও ফাউন্ডেশনের শিক্ষাবিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদ মুজিব, সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহের, সাংবাদিক শিব্বির আহমদ রানা, সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক ওবাইদুল্লাহ বিন মসউদ নক্বি, দপ্তর সম্পাদক মাও. কাজী আবেদুর রহমানসহ প্রমূখ।
আল্লামা খাইর উদ্দীন (রহঃ) ফাউন্ডেশন বিভিন্ন সময় দরিদ্রদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, অসহায় ও শীতার্তদের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছে বলে জানান সংগঠন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। গ্রামীণ জনপদের অর্থশালী মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসলে শীতার্ত গরীব মানুষ আর শীতে কষ্ট পায়না। তাই সমাজের ভিত্তশালীদেরকে শীতার্তদের পাশে এগিয়ে আসার জন্য আহ্বান জানান বক্তারা।
ধারাবাহিক সমাজ সেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে এ বছরও উপজেলার বিভিন্ন ইউনিয়নের দেড়শতাধিক হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনটি।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন