নিয়োগ বিজ্ঞপ্তি
ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ নিম্নে লিখিত পদে কিছু সংখ্যক যোগ্য ও দক্ষ লোক নিয়োগ দেওয়া হবে।
পদের নামঃ মার্কেটিং অফিসার।
পদ সংখ্যাঃ ৬ (৪জন পুরুষ, ২জন মহিলা)।
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/এইচএসসি/স্নাতক/সমমান।
বেতনঃ ৯,০০০ টাকা (শর্ত প্রযোজ্য)।
পূর্ব সেলস এর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৬-০১-২০২০ ইংরেজী তারিখের মধ্যে ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/জন্মসনদের ফটোকপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জীবনবৃত্তান্ত সহ আবেদন পত্র নিম্নোউল্লেখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরুধ রইলো।
ঠিকানাঃ প্রোপাইটর-মাহমুদুল আকতার হোসাইন
মায়ের দোয়া এন্টারপ্রাইজ (ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং),
জালিয়াখালী নতুন বাজার শাখা, বাঁশখালী, চট্টগ্রাম।
মোবাইলঃ
01824203026
01837811731
01843224953
ই-মেইলঃ shibbirahmed90@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন