advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

জনপদ সংবাদঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের অন্তর্গত রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবাগত শিক্ষার্থীদের বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিদ্যালয় মাঠে এ বিদায় সংবর্ধনা, নবীন ববরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
সোনালী পরিবহনের স্বত্বাধিকারী ও রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস ছবুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ ও বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম এম নুরুন্নবী আজিজীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন খানখানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য নুরুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা আব্দুুস সালাম, সহকারি শিক্ষক বাবু কুমার দেবাশীষ দাশ, পশ্চিম বাঁশখালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গির আলম, মাষ্টার মু. ফোরকান চৌধুরী, আলহাজ্ব আবুল কাশেম, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ লোকমান, ইউপি সদস্য আব্দুল হক, ইউপি সদস্যা নিলুফার আক্তার, মুহাম্মদ জসীম উদ্দিন হায়দার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন- "আগামীর নেতৃত্ব তোমাদের হাতে। তোমাদেরকে যোগ্য, সৎ নাগরিক হয়ে উঠে আসতে হবে। এ জন্যে তোমাদেরকে মেধা চর্চা করতে হবে। ভালো একটি রেজাল্ট বদলে দেবে তোমাদের জীবন। সফলতার জন্য  সার্টিফিকেটই যথেষ্ট নয়, পড়ালেখার পাশাপাশি সুন্দর চরিত্রের সমন্বয় থাকতে হবে।"
সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগীতা, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগীতা সহ নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিদায় অনুষ্ঠান, নবীন বরণ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিলেরর মাধ্যমে অনুষ্ঠানেরর সমাপ্তি ঘটে।





বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই