![]() |
শিব্বির আহমদ রানাঃ 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি টার্গেট নিয়ে কাজ করেন। তার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ আজকে স্বপ্ন নয়, বাস্তব চিত্র। আওয়ামী সরকার শিক্ষাবান্ধব সরকার, আমি প্রধানমন্ত্রীর সহযোগীতায় বাঁশালীতে দু'টি কামিল মাদরাসা এনেছি এবং শিগ্রই কামিল মাদরাসার পরিক্ষার সেন্টারও এনে দেব ইনশাহ্ আল্লাহ। ভূমিহীনদের তালিকা তৈরি করে তাদের ঘরের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি সহ বাঁশখালীর গন্ডামারা উপকূলীয় এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শতভাগ বিদ্যুতায়নসহ সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। উপরোক্ত বক্তব্যগুলো প্রদান করেন পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানীয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার দু'দিন ব্যাপী বার্ষিক সভা, ঈদ-এ মিলাদুন্নবী ও শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথি বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম'পি।
রবিবার (১৫ মার্চ) মাদরাসার বার্ষিক সভা ও শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্টান গন্ডামারা রাহমানীয়া ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. আহমদ কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদরাসার সহকারী শিক্ষক মু. আব্দুল আজিজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মু. রেজাউল করিম মজুমদার, বাহারচরা ইউপির চেয়ারম্যান ও বাঁশখালী থানা আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. হাছান ফারুকি, মাদরাসা পরিচালনা কমিটির সহ সভাপতি মাও. বশির আহমদ, গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার শামসুল আলম, গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেহাবুল হক সিকদার, গন্ডামারা রহমানীয়া ফাযিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি, সাবেক ইউপি সদস্য মাও. ফেরদৌস আলম চৌধুরী।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র পরিষদের শতবর্ষ উদযাপন কমিটির সা.সম্পাদক মাও. ওবাইদুর রহমান, মাদরাসার দাতা সদস্য, ব্যবসায়ী আবু আহমদ, গন্ডামারা ইউনিয়ন আলীগের সিনিয়র সহ সভাপতি রবিউল আলম রবি, চট্টগ্রাম দ. জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাঈম উদ্দিন মাহফুজ, বাঁশখালী থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মু. শওকত প্রমূখ।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন