advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

সাপ্তাহিক ছোটদের জনপদ: ছড়ার মেলা, প্রাণের মেলা-১


(এক)

রমাদান এলো রে


সবাইকে স্মরণ করিয়ে দিল
                      সাহরি, ইফতারের দিন
গুনাহ মাফের একটি সুযোগ
                      পবিত্র মাহে রমাদান
রমাদানে মুমিন করবে শপথ
                      রুখে দিতে অন্যায়-অনাচার, নির্যাতন।
সব কিছু ছেড়ে মানব 
                      করবে আল্লাহর কাছে আত্মসমর্পণ,
সারাটা দিন কেটে যাবে
                      নামাজ-কালাম পড়ে;
খুশিতে মুমিন-মুসলিম হেঁসে বেড়ায়
                      শান্তির বারতায় রমাদান এলো রে।
                  ________##________

                               (দুই)

                      জেলের সংসার


নদীর বাঁকে বাঁধা আছে আমার 
জীর্ণ শণের ঘর, 
নদীর সাথে যুদ্ধ করি 
সকাল-সন্ধ্যা পর।
সকাল বেলা বের হয়ে যাই
রিজিক করতে তালাস,
যুদ্ধ করি বেঁচে থাকতে 
লেখা আছে যা কপাল।
দুই হাতে বৈঠা ধরে 
নোঙর পুঁতে রাখি, 
ছুটে যাই মাছ ধরিতে
যে দিকে যায় দুই আঁখি।
শত কষ্ট করে জোগাই
পরিবারের আহার, 
প্রদীপ জ্বলে, নিভে আবার 
এই যে, জেলের সংসার।

লিখেছেন- তৌহিদ শাহরিয়ার আয়ান
(বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়)
     দশম শ্রেণী, বিজ্ঞান বিভাগ

_________##________



একটি ছবি

ব্যাকুল মনে  আঁকতে বসি
শেষ বিকেলের ছবি,
আঁকতে পারি ফুলের ছবি
তপ্ত ভোরের রবি।

তপ্ত রবির একটু বাঁয়ে
এই ছবিটা রুঁটির
নানান জনের নানান মতে
বোধয় দারুণ জুটির।

এমন জুটি দেখার পরে
উঠবে সবাই জেগে
উঠলে তো আর কাজ হবে না
গিন্নি যাবেন রেগে।

লিখেছেন- নুরুল আজিম ইমতিয়াজ
        (বাঁশখালী পৌরসভা)
___________##__________


অপরুপ বাঁশখালী 

বাঁশখালীতে জন্ম আমার 
হয়েছি তাই ধন্য
আম্মুর কোলে বসে দেখি
লাল সবুজের অরণ্য।
পশ্চিম ধারে সমুদ্র সৈকত
নীরব হাওয়ার ঢেউ
পাহাড় ছিড়ে ঝর্ণা নামে
আনন্দ বুঝেনা কেউ।

সারি, সারি সুপারি গাছ
মিষ্টি মিষ্টি পান
সবুজ ঘেরা চা- বাগানেও
জুড়ে যায় প্রাণ।
কৃষক-কৃষাণী চাষ করে যায়
গান গেয়ে যায় সুখের 
মাঠ ভরে ফসল হলে
হাসি থাকে মুখের।


     লিখেছেন- মুহাম্মদ সাকিব
কাথরিয়া বাঘমারা উচ্চ বিদ্যালয়
    (এস.এস.সি ফলপ্রার্থী)
_________##_______





বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই