বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে ক্ষেতমজুর ও কৃষকফ্রণ্টের প্রধানমন্ত্রী বরাবর ইউএনও'র নিকট স্বারকলিপি প্রদান

প্রেসবিজ্ঞপ্তিঃ চট্টগ্রামের বাঁশখালীতে ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের উদ্যোগে ইরি-বোরো মৌসুমের ধানের লাভজনক মুল্যসহ সবজি চাষিদের ক্ষতিপূরণের দাবীতে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও কৃষিকর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সমাজতান্ত্রিক কৃষক ও ক্ষেতমজুর ফ্রন্টের উদ্যোগে  কৃষক নেতা শংকর প্রসাদের নেতৃত্বে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ক্ষতিগ্রস্থ  সবজি চাষীদের করোনা মহামারীতে  লকডাউনের  কারণে ক্ষতিপুরণ দেওয়ার দাবী উল্লেখ করে। এলাকার গন্যমান্য ব্যাক্তি ও কৃষক প্রতিনিধিরদের নিয়ে করা তালিকাভুক্ত  কৃষকদের ভর্তুকি, ত্রাণ সহায়তা প্রধান করা, গরিব, নিম্ম মধ্যবিত্তদের ৩ মাসের খাদ্য ও রেশনিং সহায়তা প্রধানসহ ৫টি দাবী সম্বলিত স্বারকলিপি প্রদান করা হয়।
তাদের দাবি গুলোর মধ্যে ছিল: সরকারি উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করে ক্ষেতমজুরদের নিয়ে বোরো কৃষকদের নগদ অর্থসহায়তা দিতে হবে। সবজি চাষীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। হাঁট-বাজারে বা ভ্রাম্যমান ক্রয়কেন্দ্র করে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি উদ্যোগে পর্যাপ্ত ধান ক্রয় করতে হবে। ক্ষেতমজুর- শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের সরকারি উদ্যোগে বিনামূল্যে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়ে লকডাউন কার্যকর করতে হবে। স্থানীয় গ্রহণযোগ্য ব্যক্তি ও সচেতন কৃষক প্রতিনিধিদের নিয়ে এলাকায় কৃষকদের তালিকা করে প্রণোদনার ব্যবস্থা করতে হবে। গরীব ও নিন্মবিত্তদের স্থায়ী রেশনব্যবস্থা প্রদান করতে হবে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট এর উপদেষ্টা অধ্যক্ষ আবুল মনছুর, কৃষক সংগঠক শংকরপ্রসাদ, রাখাল কান্তি দাশ, স্বপন দে, মু. আবু তৈয়ব, রাখাল দত্ত, মু.জহিরুল আলম, মু.ইব্রাহিম, মু. জসীম, সুমন দাশ ঝুনু, আব্দুল নবী, দুলাল দে, দীপক দাশ, বদি আহমদ প্রমুখ।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.