বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে অস্ত্রসহ নারী আটক, পালাতক ডাকাত স্বামী ||বাঁশখালীজনপদ||


জনপদ ক্রাইম নিউজঃ
বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পৌরসভাস্থ দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা এলাকায় একটি বসতঘর থেকে ২টি দেশীয় অস্ত্র ও ৫ রাউন্ড গুলি সহ এক মহিলাকে আটক করেছে।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশের এস আই 
নাজমুল হক এর নেতৃত্বে একদল পুলিশ পৌরসভাস্থ ৯ নম্বর ওয়ার্ডের রঙ্গিয়াঘোনা এলাকার একটি বসতঘর থেকে অস্ত্রসহ ঝর্ণা নামের এক মহিলাকে আটক করেন। আটককৃত মহিলাটি ওই এলাকার কথিত ডাকাত মোরশেদ আলমের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত মোরশেদ আলম ওই এলাকার মাহবুবর রহমানে পাকা বাড়িতে বাসা ভাড়ায় থাকতেন। অভিযান পরিচালনাকালে ওই মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করলেও  পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃত মহিলার স্বামী মোরশেদ আলম পালিয়ে যায় বলে জানান তারা।
এদিকে দক্ষিণ জলদি গ্রামের রফিক আহমদের পুত্র মোরশেদ আলম দীর্ঘদিন হতে উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি, নারী কেলেংকারী, পাহাড়ের গাছ কাটাসহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ছিলো বলে পুলিশ নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক লোক জানিয়েছেন, মোরশেদ মাঝে মধ্যে সিএনজি চালাত। সে সুযোগকে কাজে লাগিয়ে নারী যাত্রীদেরকে পূর্ব পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণ করত। এ কাজে তার কয়েকজন সহযোগী এখনো মাঠে সক্রিয় বলে জানান তিনি।
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার মুঠোফোনে জানান, গুলিসহ আটক মহিলা ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে হাজির করা হবে।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com



কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.