বাঁশখালীতে করোনা
হব সবাই সচেতন, করব নিয়ন্ত্রণভাইরাস হবে দমন, সু-সজ্জিত মন।
দু'হাত তুলে কাঙ্গাল বলে
করছি মোনাজাত
রক্ষা পেতে মানব জাতি
করবে না আর সংঘাত।
অক্সিজেনে মিশে আছে
দূষিত সেই বাতাস
সচেতনতাই গড়তে পারে
বেঁচে থাকার সাধ।
কোলাকোলি হাত মেলানো
বন্ধ রয়ে যাক
তাতে হয়তো হতে পারে
ভাইরাস কুপোকাত।
ভালোবাসার বন্ধন রবে
মাস্কের ভেতর
গোপন কথা বলবো না ভাই
কানের ঐ উপর।
জাতি ধর্ম নির্বিশেষে
দিলাম এই বাণী
যুক্তিকতা মনে হলে
বাঁশখালী অগ্রগামী।
_______##_______
------------------------
লিখেছেন: বিবেক বড়ুয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন