বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে র‍্যাবের হাতে শিশু ধর্ষক আটক

জোবাইর চৌধুরী, বিশেষ প্রতিবেদকঃ চট্র্রগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল পাহাডের পাদদেশ অভিযান চালিয়ে ১১ বছরের শিশু ধর্ষন মামলার অন্যতম পলাতক আসামীকে আটক করেছে র‍্যাব-৭ এর একটি দল| এসময় তার বাডী হতে ধারালো দেশীয় ২টি  তলোয়ারও উদ্বার করে র‍্যাব | এদিকে আটক ধর্ষক এহসান প্রঃ ইয়াসিন (৪২) চাম্বলের পাহাডের ডাকাতদলের  সক্রিয় সদস্য বলে জানিয়েছেন এলাকার লোকজন| তাছাডা তার বিরুদ্ধে ডাকাতি,বন আইনে,অস্ত্র ও ধর্ষন মামলাসহ ১২ টি মামলা রয়েছ বলে থানা সূত্রে জানা যায়| আটক ধর্ষক ওই এলাকার আবদুল মতলবের পুত্র বলে জানা যায়| চাম্বলের পাহাডের পাদদেশ অপরাধীদের চিহ্নিত করে র‍্যাব-৭ এর ধারাবাহিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী | এঘটনায় র‍্যাব-৭ এর পক্ষ হতে শুক্রবার (৮ মে) দুপুরে বাঁশখালী থানায় আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে|
র‍্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ১ মার্চ বাঁশখালীর পুইছডি ইউপির জোবাইদা নামে ১১ বছরের শিশুকে অপহরণ পূর্বক চট্র্রগ্রাম নগরীর মইজ্জ্যারটেক এলাকায় ভাডা বাসায় আটক করে রাখে| দীর্ঘ ১ মাস ওই শিশুটিকে  পালাক্রমে ধর্ষন করে এহসান ডাকাত ও জালাল নামে তার এক সহযোগী |সেখান থেকে শিশুটি পালিয়ে এসে ঘটনাটি পরিবারের কাছে জানায়| পরেরদিন শিশুটির মা রাশেদা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আদালত চট্র্রগ্রাম -৬ এ মামলা দায়ের করেন| মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন| সেই থেকে পলাতক ছিলো ধর্ষক ডাকাড এহসান ও তার সহযোগী | গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে  র‍্যাবের একটি দল  ডাকাত এহসানে নিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে| আটকের পর তাকে থানায় সোপর্দ করে উদ্বারকৃত অস্ত্রের জন্য নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর বহদ্দারহাট ক্যাম্পের পরিচালক এ,এসপি কাজী মোঃ তারেক আজিজ|



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.