বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারে হাসি ফোটালো 'হাসিমুখ ফাউন্ডেশন'

জনপদ সংবাদদাতাঃ বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আঞ্জুমান পাড়া এলাকার অসহায় মা ও মেয়ে সরকারের কোনো ত্রাণ সহযোগীতা পাননি। জীবন বাঁচানোর তাগিদে তারা এখনো এই ত্রাণের পথ চেয়ে বসে আছেন এমন সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে দাড়ালো আর্তের সেবায় নিয়োজিত প্রিয় বাঁশখালী 'হাসিমুখ ফাউন্ডেশন' পরিবার।
শুক্রবার (৮ মে) অসহায় ৯ সদস্যের পরিবারের মানবেতর জীবনযাপনের সংবাদ প্রকাশের খবর পেয়ে হাসিমুখ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা কাজী শাহরিয়ার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌছে দেন। হাসিমুখ ফাউন্ডেশনের কো-ফাউন্ডার সাংবাদিক শিব্বির আহমদ রানা অসহায় পরিবারের কাছে এ ত্রাণ সহায়তা পৌছে দেন। হাসিমুখ থেকে  চাল, আলু, তেল, চিনি, চিড়া, মুড়ি, ছোলা, সেমাই সহ কাচাবাজার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে হাসিমুখ পরিবারকে ধন্যবাদ জানান পরিবারটি।
উল্লেখ্য, ওই এলাকার নাহারু বেগম'র অসহায় ৯ সদস্যের পরিবারটি করোনা সংকটে গৃহবন্ধী হওয়ার ফলে সরকারী কোনো খাদ্য সহযোগীতা না পেয়ে মানবেতর জীবন যাপন করে। বেশ কয়েকবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের কাছে ধর্ণা দিলেও মিলেনি ওই এলাকার স্বামী হারা নাহারু বেগম'র বিধবা ভাতার কার্ড কিংবা ১০ টাকা কেজী চালের কার্ড। প্রতিবেদনে উঠে আসে আজ থেকে ৮ বছর আগে মারা যান তার স্বামী। ছয় কন্যাসন্তান নিয়ে জীবন সংগ্রামে খেয়ে না খেয়ে কোন রকম দিনাতিপাত করছে। দেশের চলমান করোনা সংকটে বিগত এক মাস ধরে তারা খুব কষ্ঠে আছেন কোনো খাদ্য সামগ্রী না পেয়ে।

হাসিমুখ পরিবারের মুখপাত্র এস এম জসিম বলেন, 'বরাবরের মত হাসিমুখ পরিবার সাধ্যমতো সবসময় অসহাস দুস্থ পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করে, তারই অংশ হিসেবে এই সংবাদ দৃষ্টিগোচর হলে এই অসহায় পরিবারটির পাশে থাকা দায়িত্ব মনে করে রমজানের উপহার সামগ্রী তুলে দিয়েছি। অনুরোধ করব আমরা সবাই নিজেদের আশেপাশে অসহায় পরিবারগুলোর পাশে থাকি এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসি।'

ইতোমধ্যে, হাসিমুখ পরিবার করোনা সংকটে গৃহবন্ধী দেড়শতাধিক হতদরিদ্র পরিবারে হাসিমুখের সহযোগীতা পৌছে দিয়েছেন। সংগঠনটি আর্তের সেবায় কাজ করে যাচ্ছেন নীরবে নিভৃতে।


বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.