![]() |
বাঁশখালীরর শিলকুপে এই অসহায় পরিবারটি এখনো কোনো ধরণের ত্রাণ সহায়তা পায়নি! ছবি: জনপদ |
শিব্বির আহমদ রানাঃ বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আঞ্জুমান পাড়া এলাকার অসহায় মা ও মেয়ে সরকারের কোনো ত্রাণ সহযোগীতা পাননি। জীবন বাঁচানোর তাগিদে তারা এখনো এই ত্রাণের পথ চেয়ে বসে আছেন।
শুক্রবার (৮ মে) খোঁজ নিয়ে জানা যায়, ওই এলাকার অন্যরা ত্রাণ সহযোগীতা পেলেও তারা অদ্যবধি পর্যন্ত সরকারী কোনো খাদ্য সহযোগীতা পাননি। ফলে মানবেতর জীবন যাপন পার করছেন ৯ সদস্যের পরিবারটি। বেশ কয়েকবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের কাছে ধর্ণা দিলেও মিলেনি ওই এলাকার স্বামী হারা নাহারু বেগম'র বিধবা ভাতার কার্ড কিংবা ১০ টাকা কেজী চালের কার্ড।
নাহারু বেগম নামে (৫০) এক মহিলার কাছ থেকে শুনা যায় ত্রাণ না পাওয়ার অভিযোগ। তিনি প্রতিবেদক কে জানান, 'আজ থেকে ৮ বছর আগে মারা যান তার স্বামী। ছয় কন্যাসন্তান নিয়ে জীবন সংগ্রামে খেয়ে না খেয়ে কোন রকম দিনাতিপাত করছি। দেশের চলমান করোনা সংকটে বিগত এক মাস ধরে আমরা খুব কষ্ঠে আছি কোনো খাদ্য সামগ্রী না পেয়ে। এই এলাকার অনেক মানুষ ত্রান পেলেও এখন পর্যন্ত আমাদেরকে কোনো ত্রাণ দেয়া হয়নি। তবে, গন্ডামারার চেয়ারম্যান লেয়াকত আলীর পক্ষ থেকে দু'সপ্তাহ আগে চালের একটি বস্তা পেয়েছি। যৎসমান্য চালই আমাদের ভরসা।
তিনি আরো জানান, আমার দু'কন্যার বিয়ে হয়েছে। বড় কন্যা আনচার আক্তার ও মেঝ কন্যা তছলিমা আক্তার শহরে গার্মেন্টস-এ চাকরি করতো। তাদের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর যেতে না যেতে তাদের স্বামী তাদেরকে ফেলে চলে যান। তাদের কোন খোঁজ খবর নেয় না। বড় মেয়ের ৭ বছরের বাচ্চা, মেঝ মেয়ের ৬ মাসের শিশুসহ ৯ সদস্যের পরিবার আমরা। করোনায় দেশে লকডাউন ঘোষণার পর থেকে তারা বাড়ীতে। আমি নিজেই বৃদ্ধ বয়সে মানুষের বাড়ীতে কাজ করি। এখন আর কাজ নেই। এসময়ে মেয়ে গুলোর কর্মসংস্থান না থাকায় অসহায় মানবেতর জীবন যাপন করছি।'
বড় মেয়ে তছলিমা আক্তার জানান, 'এই দুর্যোগের সময় না পারছি বৃদ্ধ মা ও ছোট বোনদের মুখে দুমুটো ভাত তোলে দিতে। না পারছি ছোট বাচ্চার ঔষধ কিনতে। আজ যে কি রান্না করব সেটার ও কোনো ব্যবস্থা নাই। তাই এলাকার জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তবানদের কাছে সহায়তা পাওয়ার জন্য আবেদন জানিয়েছে তিনি।'
বাঁশখালীতে এ পর্যন্ত সরকারী ও ব্যক্তিগত উদ্যোগে কোটি টাকার ত্রাণ বিতরণ করলেও যারা পাচ্ছেন তারা ভুড়িভুড়ি পাচ্ছেন। যারা পাচ্ছেন না তারা অসহায় মানবেতর জীবন যাপন করছে। অনেকের অভিযোগ দলীয় ত্রাণ সহযোগীতা যাচ্ছে দলের কর্মী, সমর্থকদের ঘরে। বঞ্চিত হচ্ছে হতদরিদ্র পরিবারগুলো।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন