বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু!

শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে চাচা-ভাতিজার আকষ্মিক মৃত্যু হয়। এ ঘটনায় নিহত হয় উপজেলার পুইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব নাপোড়া ভিলিজির পাড়ার সালেহ আহমদের পুত্র মু. ইদ্রিস (৩৫), আবছারের পুত্র মু. কাশেম (১৭)।
মঙ্গলবার (১৬ জুন) বিকাল ৫ টায় ভিলিজির পাড়াস্থ তাদের বসতঘরের পাশেই এ দুর্ঘটনা সংঘটিত হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জন্টু শীল জানান, 'নাপোড়া ভিলিজির পাড়াস্থ তাদের নিজ বাড়ীর পাশে চলাচলরত পথে বৈদ্যুতিক খুঁটির সাথে সংযোগ তার (আর্ত্তিন) মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই তারের সাথে লতা বেয়ে বিদ্যুতের মূল তারে জড়িয়ে যায়। চলাচলের পথে মঙ্গলবার বৃষ্টির পানি আটকে যায় তারের সাথে জড়িয়ে থাকা লতায়। পানি চলাচল স্বাভাবিক করার জন্য মু. ইদ্রিস লতা টেনে সরাতে গেলেই ঘটে বিপত্তি। চাচাকে বাঁচাতে গিয়ে ভাতিজা কাশেম সহ দু'জনই বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।'
বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিগার সোলতানা জানান, 'বিদ্যুৎ স্পৃষ্ট ইদ্রিস ও কাশেমকে বিকাল সাড়ে ৫টায় হাসপাতালে নিয়ে আসলেও তারা দু'জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।'
এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশের ইনচার্জ (ওসি) মু. রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, 'পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়া ভিলিজির পাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দু'জনের মৃত্যুর ঘটনায় আমি অবগত হয়েছি।'



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.