advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

করোনা উপসর্গ নিয়ে বাঁশখালীতে ১জনের মৃত্যু!

জনপদ ডেস্কঃ করোনা উপসর্গ নিয়ে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বহদ্দারহাট সংলগ্ন বহদ্দার বাড়ীর মৃত কবির আহমদের পুত্র ও বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।গতকাল (৯ জুলাই) বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটের সময় বাঁশখালী হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আনোয়ারা চাতরি এলাকায় জ্বর, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ জনিত কারণে মারা যায় তিনি। 
আজ শুক্রবার সকাল ১১ টায় পুইছড়ি সরলিয়া বাড়ি মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। মারা যাওয়া শহিদুল ইসলাম বহদ্দারহাট বাজারে ঔষুধের ফার্মেসী কররতেন।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যবসায়ী শহিদুল ইসলামের লাশ উপজেলা পরিষদ গঠিত লাশ দাফন টিমের সদস্য আলেম ওলামারা স্বাস্থ্যবিধি মেনে পুঁইছড়ি সরলিয়া বাড়ি মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করেছেন।
লাশ দাফনকারী টিমে নেতৃত্ব দেন সাংবাদিক শফকত হোসাইন চাটগামী ও মাওলানা ইসহাক আল হাকিম। সাথে ছিলেন, করোনা লাশ দাফন কমিটির সদস্য মাওলানা দলিলুর রহমান, মাওলানা ক্বাজী শাহাব উদ্দীন, মাওলানা ছিদ্দিক উল্লাহ, মাওলানা ইসমাঈল, মাওলানা আবদুল করিম ও হাফেজ জোবাইর মাহমুদ। স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা খোরশেদ পাশা, মাস্টার এনামুল হক লাশ দাফনকারী টিমকে সহায়তা করেন। ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, পুঁইছড়ি ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোশারফ হোসাইন প্রমুখসহ বিপুল সংখ্যক মুসল্লি জানাজায় শরীক হন।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই