জনপদ সংবাদঃ বাঁশখালী উপজেলায় বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, হলফনামা, সার্টিফিকেট এবং সরকারি-বেসরকারি বিভিন্ন জরুরি কাগজপত্র জালিয়াতির অভিযোগে ৪ দোকানের ৫ টি কম্পিউটার জব্দ এবং অভিযুক্তদের বিরোদ্ধে নিয়মিত মামলা রজু করেছে উপজেলা প্রশাসন।
গত বুধবার (৮ জুলাই) বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি টিম উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করে বেআইনী ও রাস্ট্রবিরোধী এসব কার্যকলাপের হাতেনাতে প্রমান সহ ৪ টি দোকান থেকে ৫ টি কম্পিউটার জব্দ সহ অভিযুক্ত ও এসব অনৈতিক ও বেআইনী কার্যকলাপের সাথে সংশ্লিষ্টদের বিরোদ্ধে নিয়মিত মামলা রজু করা হয়।
অভিযানে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সাথে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সুফিয়ান।
অভিযান পরিচালনাকালে বিজয় কম্পিউটার দোকানের দুটি, উপজেলা গেইটের সামনে শিব্বির আহমদ কালুর দোকানের একটি, মু.শাহাবুদ্দিনের একটি এবং আদালত ভবনের সামনে মৃদুল কান্তি দত্তের কম্পিউটারের দোকানের একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান বলেন, 'গোপন সংবাদে অভিযোগ পেয়ে উপজেলা সদরের সাতটি কম্পিউটারের দোকানে একিইসাথে সাঁড়াশী এ অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে ৪টি দোকানের কম্পিউটারের জাল কাগজ বানানোর প্রমাণ মিলেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, 'এসব জালিয়াতি ও বেআইনী কাজের সাথে উপজেলা প্রশাসনের কোন বিভাগের কোন কর্মকর্তা বা কর্মচারীর জড়িত রয়েছে কিনা তা গভীরভাবে অনুসন্ধান করা হবে, তদন্তসাপেক্ষে কোন সরকারী কর্মকর্তা -কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমান পাওয়া গেলে জরুরীভিত্তিতে আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে। অভিযানকালে জালিয়াতির অভিযোগে জড়িত ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে বলেও জানান তিনি।'
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন