বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

কবিতাঃ 'কোরবানী হোক ত্যাগের পরিক্ষা'

কোরবানী হোক ত্যাগের পরিক্ষা

     -Shibbir Ahmed Rana

আমেজ আর ইমেইজের নয়
কোরবানী হোক ত্যাগের,
সবার ঘরে হাসি জাগুক
কোরবানী হোক পশুত্বের।

পাশের বাড়ীর খবর রেখো
যেন না হয় বঞ্চিত!
পথশিশু, দুস্থজনে-
বিলিয়ে দাও তোমার যা সাধ্য।

ফ্রিজ পুরে রেখো না মাংস
যা পেয়েছো ভাগের অংশ,
সবার ঘরে জ্বলুক উনুন
কোরাবানী হোক উৎসব।

মালিক তোমার যাচে মন
ত্যাগ কিনা লৌকিকতা!
পশুর গলে ছুরিই নয় কোরাবানী
কোরবানী হোক ত্যাগের পরিক্ষা।

<<<<<<<<<--------->>>>>>>>>

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.