বাঁশখালী স্কয়ার ক্লিনিক-এ নিয়োগ বিজ্ঞপ্তি
১. মহিলা ডাক্তার ২ জন: এম.বি.বি.এস, বি.এম.ডিসির সনদ প্রাপ্ত, ডি.এম.ইউ/সি.এম.ইউ।
২. পুরুষ ডাক্তার ২ জন: এম.বি.বি.এস, বি.এম.ডিসির সনদ প্রাপ্ত, ডি.এম.ইউ/সি.এম.ইউ।
৩. টেকনোলজিষ্ট ২ জন: ডিপ্লোমা ইন টেকনোলজিষ্ট ল্যাব।
৪. ফিজিওথেরাপিস্ট ২ জন: ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি।
৫. নার্স ৬ জন: ডিপ্লোমা ইন নার্সিং/মিডওয়াফারী।
সকল পদের জন্য বেতন: আলোচনা সাপেক্ষে।
আগ্রহী প্রার্থীদের চেয়ারম্যান বরাবর একখানা আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ১২ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখের মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় সকাল ১০:০০ টা হতে বিকাল ৪:০০ টার মধ্যে সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ করা হইল।
যোগাযোগ: বাঁশখালী স্কয়ার ক্লিনিক,
টাইম বাজার, শীলকূপ, বাঁশখালী, চট্টগ্রাম।
মোবাইল: ০১৮২২৭৬৩৯৮৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন