নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গোপসাগরে ফিশিং বোটের ধাক্কায় বৈনজাল বোট 'শানে মদিনা' নামের বাঁশখালীর একটি বোট ডুবির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ৩ জন জেলে বোট ডুবে কেবিনের ভিতরেই মারা গেছে বলে জানা যায়। এ ঘটনায় নিঁখোজ রয়েছে অন্তত আরো ৩২ জন। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩জন।
বিশেষ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ডেপুটি ঘোনা ছগির কোম্পানীর শানে মদিনা নামে বোটটি মাছ ধরতে বঙ্গোপসাগরে যায়। এর পরের দিন রোববার সকাল ৮টায় বড় একটি ফিশিং বোটের ধাক্কায় শানে মদিনা নামে বোটটি তৎক্ষণাৎ ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে ঐ জেলেরা তাদের বাড়ীতে ফিরে এসেছে বলে জানা যায়।
বাংলাবাজার বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মীর কাশেম জানান, 'রোববার ভোরে বঙ্গোপসাগরের নির্দ্দিষ্ট একটি স্থানে শানে মদিনা বোটটি সাগরে জাল ফেলে। অপর দিক থেকে আরেকটি ফিশিং বোট শানে মদিনা বোটকে লক্ষ্য করে কোন কথা না বলে পাথর নিক্ষেপ করে। এক পর্যায়ে শানে মদিনাকে ধাক্কা দিলেই সাথে সাথে বোটটি ডুবে যায়।
তিনি আরো জানান, শানে মদিনা বোটে ৩৫ জন জেলে ছিল। এতে কেবিনের ভিতরে থাকা তিনজন বের হতে পারেনি, তারা ঘটনাস্থলে মারা যায়। ৩ জনকে অন্যন্য বোট এসে জীবিত অবস্থায় উদ্ধার করলেও নিঁখোজ রয়েছেন অন্তত ৩২জন। ধাক্কা মেরে চলে যাওয়া বোটটির সঠিক পরিচয় জানা যায়নি বলে জানান তিনি (রিপোর্টিং সময় সন্ধ্যা ৬টা ৪০মিনিট)।
চট্টগ্রাম কোস্টগার্ড এর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ হাবীবুর রহমান জানান, 'বঙ্গোপসাগরে জাহাজ ডুবির ঘটনার বিষয়ে জানতে পেরেছি। আমরা বঙ্গোপসাগরে সাগরে ঘটনাস্থলের লোকেশন দেখে উদ্ধার তৎফরতা অভিযান চালাচ্ছি।'
- banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন