শিব্বির আহমদ রানাঃ বঙ্গোপসাগরে ফিশিং বোটের ধাক্কায় বৈনজাল বোট 'শানে মদিনা' নামের বাঁশখালীর একটি বোট ডুবির ঘটনা ঘটেছে। গত রোববার সংঘটিত ঘটনায় এ পর্যন্ত ২৪ ঘন্টার ব্যবধানে ২৭জন মাঝিমাল্লা উদ্ধারের সত্যতা নিশ্চিৎ করেছেন চট্টগ্রাম কোস্টগার্ড এর লেফটেন্যান্ট কমান্ডার মো. হাবীবুর রহমান।
মো. হাবীবুর রহমান আরো জানান, "গত রোববার বঙ্গোপসাগরে বোট ডুবির ঘটনায় আমাদের টিমের উদ্ধার তৎফরতা এখনও অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরের প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার দূরে খুব গভীরেই বোর্টটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। ডুবে যাওয়া বোটে প্রায় ৩৫ জন মাঝিমাল্লার মধ্যে ৮ জনের খোঁজ পাওয়া যায়নি।"
বাংলাবাজার বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মীর কাশেম জানান, "রোববার ভোরে বঙ্গোপসাগরের নির্দ্দিষ্ট একটি স্থানে শানে মদিনা নামে বোটটি অপর একটি ফিশিং বোটের ধাক্কায় ডুবে যাওয়ার ঘটনায় আমরা এপর্যন্ত ২৭ জন মাঝিমাল্লা উদ্ধারের খবর পেয়েছি। ২৫ জন নিজ নিজ বাড়িতে পৌঁছেছেন বলে জানিয়েছেন তিনি। ২ জন জেলে সাগরে ভাসমান দেখে তাদেরকে উদ্ধার করে মহেশখালীর একটি বোটে নিয়ে আসা হচ্ছে বলেও তিনি জানান। এ নিয়ে মোট ২৭ জন মাঝিমাল্লা উদ্ধার হয়েছে। বাকী প্রায় ৭/৮ জনের খোঁজ পাওয়া যায়নি।"
তিনি আরো বলেন, "বাকী যাদের খোঁজ পাওয়া যায়নি তারা সম্ভবত বোটের কেবিনে ছিল। তিনি ধারণা করছেন, এরা সম্ভবত বেঁচে নেই। তবে, বঙ্গোপসাগরে কোস্টগার্ড সহ আমাদের বেশকয়েকটি বোট উদ্ধার তৎফরতা চালিয়ে যাচ্ছে।"
উল্লেখ্য, গত শনিবার রাতে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ডেপুটি ঘোনা ছগির কোম্পানীর শানে মদিনা নামে বোটটি মাছ ধরতে বঙ্গোপসাগরে যায়। এর পরের দিন রোববার ফিরতি পথে সকাল ৮টায় বড় একটি ফিশিং বোটের ধাক্কায় শানে মদিনা নামে বোটটি তৎক্ষণাৎ ডুবে যাওয়ার ঘটনা ঘটে। বড় ফিশিং বোটটি শানে মদিনা বোটকে লক্ষ্য করে কোন কথা না বলে পাথর নিক্ষেপ করে। এক পর্যায়ে শানে মদিনাকে ধাক্কা দিলেই সাথে সাথে বোটটি ডুবে যায় বলে জানিয়েছেন বোটমালিক সূত্র।
এদিকে বাঁশখালীর জেলে পাড়ায় অপরাপর ৭ থেকে ৮ জনের নিখোঁজের খবরে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাঁশখালীর জেলে পল্লীগুলো। অনেকে বুকফাটা আর্তনাদে তাদের স্বজনদের ফিরে আসার প্রতিক্ষার প্রহর গুণছে।
- banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন