বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

পৌরসভায় বাড়ীর চলাচলের পথ বন্ধ: প্রতিপক্ষের হামলায় আহত ৬


নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকার ভদ্র মোহন বাড়ীর  দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় পৌর কতৃপক্ষ কে অবিহিত করায় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ৬ জন। 

এতে গুরুতর আহত অবস্থায় লেদী বড়ুয়া (৩৮) ও সুসেন বড়ুয়া (৫৫) নামে স্বামী-স্ত্রী কে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় হামলায় কলেজ ছাত্রী  দিবা বড়ুয়া (১৮),  সুমিত্রা বড়ুয়া (৪০),স্কুল ছাত্র দিগন্ত বড়ুয়া (১২) ও অনন্ত সেন বড়ুয়া (৪৫) আহত হয়ে বাঁশখালী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত কয়েক বছর যাবৎ পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী বড়ুয়া পাড়া ভদ্র মোহন বাড়ীর চলাচলের জন্য পৌর কতৃপক্ষ ইট বসিয়ে রাস্তা নির্মান করে দেন। উক্ত রাস্তাটি নিজের জায়গায় দাবী করে বিগত কয়েকদিন যাবৎ চলাচলের পথ বন্ধ করে দেন স্থানীয় কয়েকজন। এ দিকে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় সুসেন বড়ুয়া পৌরকতৃপক্ষ কে অবিহিত করলে পৌর কতৃপক্ষ ৪ জন পৌর পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে উক্ত রাস্তা খুলে দেন। এ সময় পৌর পুলিশগণ ঘটনাস্থল থেকে কিছু দূরে দোকানে অবস্থান নিলে কাগজপত্র দেখানোর কথা বলে বাড়িতে কাগজপত্র আনতে গেলে সেখানেই অপর পক্ষকে হামলা চালায়। এসময় তাদের হামলায় ৬ জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে ও মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

বাঁশখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বড়ুয়া জানান, আমি ঘটনাটি শুনে সমাধান করার উদ্যোগ গ্রহন করি, কিন্ত মিত্র সেনরা তা মানতে না চাওয়ায় পৌরসভা কে অবহিত করলে পৌর পুলিশ এসে চলাচলের রাস্তা খুলে দেন। এ সময় মিত্র সেন বাড়ি গিয়ে কাগজ পত্র দেখার কথা বলে অপর পক্ষের উপর হামলা চালায়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ নিগার সোলতানা জানান,'বড়ুয়া পাড়ায় হামলার ঘটনায় ৬ জন আহত হয়েছেন। ২ জন কে চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।'



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:


  • banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.