বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

ছাত্রলীগের পরিচয়ে বাঁশখালীতে জোরপূর্বক জমি দখল, ৪শতাধিক গাছ কাঁটার অভিযোগ!


মুহাম্মদ মিজান বিন তাহেরঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ এলাকার জঙ্গল শীলকূপ এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে  শীলকূপ এলাকার জঙ্গল শীলকূপ (বাছিরা ঘোনা বত্তাতলী) এলাকায়। এ বিষয়ে আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে তাজুল ইসলাম বাদী হয়ে, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক, ও স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী অভিযোগ কারী তাজুল ইসলাম জানান,  স্থানীয় ছাত্রলীগ পরিচয়দানকারী নেতাদের সহযোগিতায় দীল মোহাম্মদ, মোস্তাক আহমদ, আবদুস শুক্কুর, দিদার, আবু তাহের,আবদুস ছত্তার, আবু ছালেক, নাঈম উদ্দীন, ফারুক, মিজান, রিয়াজ, জসীম উদ্দীন,  এলাকায় দাঙ্গাবাজ ও ভূমিদস্যু প্রকৃতির লোক। প্রভাবশালী বলে তাদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করে না। তারা আইন কানুনের তোয়াক্কা করে না। আমাদের শত বছরের পৈত্রিক ওয়ারিশ এবং খরিদা সূত্রে প্রাপ্ত আর এস ৩০৮/২৯৬ ও বি এস খতিয়ানের ২৫৪/২৪৮ দাগে ৮ একর ও অপর বি এস খতিয়ান নং-৮৪ দাগ নং- ২৫২/২৫৩ ও ২৫৬ এর ২২ শতাংশ জমিতে তারা দা, কুড়াল, রাশি এবং গাছ কাটার বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে আমাদেরকে হত্যার হুমকি দিয়ে উপরোক্ত তফসিল বর্নিত সম্পত্তিতে অবৈধভাবে অনধিকার প্রবেশ করে আমাদের রোপিত (পেয়ারা,ম্যালেরিয়া, একাশি,আমগাছ ও কাটাল) সহ ৪ শতাধিক গাছ ও  ৬ শতক পানের ক্ষেত সহ বিভিন্ন ফলদ গাছ কেটে নিয়ে যায় এবং আমার কাছ থেকে ২ লক্ষ টাাকা চাঁদা দাবী করে আসছে।

এ ব্যাপারে অভিযুক্ত দীল মোহাম্মদ, মোস্তাক আহমদ ও আবদুস শুক্কুর সাথে বেশ কয়েকবার মুটোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ও তাদের কে পাওয়া যায় নি। 

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:


  • banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.