তারা প্রতিবাদ লিপিতে জানিয়েছেন, একই এলাকার তাজুল ইসলাম নামে এক ব্যক্তি অতিরঞ্জিতভাবে বানোয়াট ও মিথ্যা তথ্য দিয়ে ছাত্রলীগ নেতাদের সহযোগিতায় জোর খাটিয়ে ৪ শতাধিক চারা গাছ কর্তন ৬শতক পানের ক্ষেত কেটে দেওয়া এবং ২ লক্ষ টাকা চাঁদা দাবীর বিষয়ে আনীত অভিযোগ একান্ত উদ্যেশ্য প্রণোদিত। দাঙ্গাবাজ, ভূমিদস্যু আখ্যা দিয়ে তাজুল ইসলাম নামের ব্যক্তিটি আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও ছোট করেছে। এবং এটি নিয়মিত হয়রানীর অংশ বিশেষ বলেও জানান।
প্রতিবাদ লিপিতে তারা আরো বলেন, তাজুল ইসলাম পৈত্রিক ওয়ারিশ ও খরিদাসূত্রে প্রাপ্ত সম্পদের যে বিবরণ দিয়েছেন তা মনগড়া ও মিথ্যা। মূলত সে দলিলমূলে ১২ শতক (৬গন্ড) জায়গার মালিক। ওই জায়গায় থেকে প্রভাব বিস্তার করে তাজুল ইসলাম আমাদের বসতঘর ভাংচুর করে, গাছপালা কেটে পেলে উল্টো মিথ্যা ও দায়সারা আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলে। আমাদের খরিদাসূত্রে প্রাপ্ত ও দখলীয় পিএফ ভুক্ত জায়গা অবৈধভাবে সন্ত্রাসীদের দিয়ে দখল করতে না পেরেই মিথ্যা অভিযোগ আনে তিনি। মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে, অন্যায়ভাবে অভিযোগ এনে আমাদেরকে নানা ভাবে হয়রানী করে আসছে। আমরা তার মিথ্যা, হয়রনী ও উদ্যেশ্যপ্রণোদিত অভিযোগের জোর প্রতিবাদ জানাচ্ছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন