জনপদ সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে চাম্বল ইউনিয়নের সিন্ধি পাড়া বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন স্থানীয় ফোরকানীয়া মাদরাসা এলাকায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণে অভিযুক্ত মাদরাসার শিক্ষক মোজাম্মেল হক (৫৫)’কে আটক করেছে র্যাব।গত রবিবার (১ নভেম্বর) রাত সাড়ে এগারোটায় অসামিকে কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকা থেকে আটক করা হয়। আসামি মোজাম্মেল হক বাঁশখালী থানার চাম্বল এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
র্যাবের সহকারি পুলিশ অফিসার (মিডিয়া) মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব আসামি মোজাম্মেল হকের আত্নীয়ের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন পাওন্নারপুল এলাকায় অভিযান চালিয়ে মোজাম্মেলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাম্মেল ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলেও জানান তিনি।'
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বাঁশখালী থানাধীন চাম্বল এলাকায় ১১ বছরের একটি শিশু একাধিকবার ধর্ষণের শিকার হলে ভিক্টিমের মাতা হোসনেয়ারা বেগম বাদী হয়ে স্থানীয় ফোরকানিয়া মাদরাসার শিক্ষক মোজাম্মেল হক (৫৫) এর বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। মামলার ১৪ দিনের মধ্যেই র্যাবের অভিযানে ধর্ষক মোজাম্মেলকে গ্রেফতার করে র্যাব।
আসামিকে বাঁশখালী থানায় প্রেরণ করা হয়েছে বলেও জানান মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন