বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

দীর্ঘ ২২৮দিন পরে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে বাঁশখালী ইকোপার্ক


শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্ক দীর্ঘ ২২৮দিন বন্ধ থাকার পর রবিবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। এতে দর্শনার্থীদের আগমনে প্রাণচাঞ্চল্য ফিরে পাবে পার্কটি। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ১৮ মার্চ হতে পার্কে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়।

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জমান শেখ জানান, 'করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে গত ১৮ মার্চ হতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত দেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে পার্কটি বন্ধ করে দেওয়া হয়। ২২৮ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য পার্কটি আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, 'উধ্বর্তন কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পার্কটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।'
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে পার্কটি খুলে দেওয়ার চিঠি ইতোমধ্যে এসে পৌছেছে। চিঠিতে বন অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন পর্যটন কেন্দ্র সমূহ, সাফারি পার্ক, জাতীয় উদ্যান, উদ্ভিদ উদ্যান, এভিয়ারি পার্ক, অভয়ারণ্য কেন্দ্র ও ইকোপার্ক খুলে দেয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে।
এদিকে, দর্শনার্থীদের জন্য পার্কটি খুলে দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে পার্কের আশে পাশের এলাকার দোকানপাটের ব্যবসায়ীরাও প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছেন দর্শনার্থীদের জন্য। সব মিলিয়ে দীর্ঘদিন পর আবারো সরব হয়ে উঠতে শুরু করেছে বাঁশখালী ইকোপার্ক এলাকা।
বাঁশখালী ইকোপার্কের ইজারাদার কায়েশ সরোয়ার সুমন বলেন, 'করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে দীর্ঘ দিন বন্ধ ছিল দক্ষিণ চট্টগ্রামের দৃষ্টিনন্দন ইকোপার্কটি। আগামীকাল পার্ক খুলে দেওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দের সরব তুলেছে বাঁশখালীবাসী। এতে পার্কটি প্রাণচঞ্চল্য ফিরে পাবে। তিনি আরো বলেন, 'দর্শনার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনেই প্রবেশ করা হবে।'

বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.