নিজস্ব সংবাদদাতাঃ ছোট্ট শিশু মুহাম্মদ আরমান সবেমাত্র ৭ বছরে পা দিল। অবুজ শিশুটি হৃদরোগে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছে দীর্ঘদিন ধরে। পৃথিবীর আলো বাতাসে অন্য শিশুদের মতো স্বাভাবিক জীবনে বড় হতে চায় আরমান। হার্টেরর তিনটি ছিদ্র ও বন্ধ রক্তের শিরা নিয়ে জন্ম গ্রহন করেছে সে।ছোট্ট শিশু আরমান পৃথিবী সম্পর্কে কিছুই বুঝতে শেখেনি। তার আগেই তাকে মৃত্যু হাতছানি দিচ্ছে। বাঁচতে চায় শিশু আরমান।
জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৯ নম্বর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৯ নম্বর ওয়ার্ডের সমদ আলী সিকদার নতুন বাড়ীর মাওলানা মুহাম্মদ এনামুল হকের পুত্র আরমান ৭ বছর প্রায় ৬ মাস। জন্মের পর থেকে প্রায় সময় সে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার দেখানোর পরও রোগ ধরা পড়েনি। সুস্থ না হওয়ায় ডাক্তারের পরামর্শ নিয়ে আরমান কে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কনসালট্যান্ট ডাঃ ইউ. কে.এম. নাজমুন আরা বিভিন্ন টেষ্ট করার পরে জানিয়েছেন, 'তার হার্টের তিনছিদ্র ও রক্তের শিরার ব্লক ধরা পড়ে। তার চিকিৎসার জন্য প্রায় ৪ লক্ষ টাকা খরচ হবে। 'ছোট্ট একটা বেসরকারী মাদরাসায় (কওমী মাদরাসা) স্বল্প বেতনে চাকরি করা দরিদ্র পিতা মাওলানা মুহাম্মদ এনামুল হকের পক্ষে এতো টাকা সংগ্রহ করা অসম্ভব হয়ে দাড়িয়েছে।
ইতোমধ্যে ছেলের চিকিৎসা চালাতে গিয়ে সর্বঃসান্ত হয়েছে দরিদ্র্য পিতা এনামুল হক। এমন অবস্থায় হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া শিশু আরমান কে বাঁচানোর জন্য সমাজের স্বহৃদয় ও বিত্তবানদের নিকট আর্থিক সহযোগীতা কামনা করেছেন পিতা মাওলানা মুহাম্মদ এনামুল হক। সবার একটু সহযোগীতা পেলে ছোট শিশু আরমান কে বাঁচানোর সম্ভব হবে। এ জন্য সুহৃদয় ও বিত্তবানদের সহযোগীতা একান্ত কাম্য। সহযোগীতা পাঠানোর পার্সোনাল বিকাশ নম্বর 01811-984494 ( ছেলের পিতা-মাও. মুহাম্মদ এনামুল হক)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন