শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রধানসড়কের (পিএবি রুট) দু'পাশে নিয়মনীতিকে তোয়াক্কা না করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট। আনোয়ারা-বাঁশখালী প্রধানসড়ক ও চট্টগ্রাম-কক্সবাজারের বিকল্প সড়ক বাঁশখালী প্রধানসড়কে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে গড়ে উঠা ভাসমান দোকানপাটের কারণে সড়কটি সরু হয়ে আসছে দিন দিন। এতে নিত্য যানযট ও জনজট লেগে থাকে। প্রতিদিনই সড়কে দূর্ঘটনা সংঘটিত হচ্ছে। সড়কের ফুটপাত জবর দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
বাঁশখালী প্রধান সড়কের পৌরসভার মিয়ার বাজার এলাকা থেকে বৈলছড়ি বাজার পর্যন্ত প্রথমবারের মতো সড়কের দু'পার্শ্বে প্রায় তিন কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে শুক্রবার (২৯ জানুয়ারী) সকাল ১০টায় পৌরসভার মিয়ার বাজার এলাকা থেকে এ অভিযান শুরু হয়। সড়কের মিয়ার বাজার থেকে বৈলছড়ি বাজার এলাকায় বেলা ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অর্ধশতাধিক ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। এ অভিযান পুরো প্রধান সড়ক জুড়ে অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।
তিনি আরও জানান, শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযান কাজ চলছে। এ অভিযানে প্রধান সড়কের দু'পার্শ্বে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হবে।অভিযান চলাকালে বাঁশখালী থানা পুলিশের টিম, ভূমি অফিসের অন্যন্য কর্মকর্তা ও চৌকিদার উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন