বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

ভোলায় বাঁশখালীর মাছ ধরার ট্রলার ডাকাতি: ৭ দিনেও উদ্ধার হয়নি!


শিব্বির আহমদ রানা:
বঙ্গোপসাগরে (সুন্দর বন দ্বীপ এলাকায়) মাছ ধরতে যাওয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের জাহিদুল হকের আ.এফ.বি মায়ের দোয়া-১ নামের মাছ ধরার ট্রলার (গভঃরেজিঃনং-১০৪৪৮, দুবলা বি.এল.সি নং- ৮৯৪) জলদস্যু কতৃক ডাকাতির স্বীকার হয়েছে।

গত ২৩ জানুয়ারি আনুমানিক রাত ৯ টার সময় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাঁশখালীর আ.এফ.বি মায়ের দোয়া-১ ট্রলার, ভোলা জেলার নুরবাদের হাজির হাট রাস্তার মাথা এলাকার শফি মাঝির ট্রলার (রাজিয়া সুলতানা) সহ মোট চারটি ট্রলার একযোগে মাছ ধরার জন্য গেলে জলদস্যু কতৃক হামলা ও ডাকাতির শিকার হয়। এসময় মাছ ধরার জাল সহ ট্রলারে থাকা মালামাল চিনিয়ে নেয় জলদস্যুরা।

জলদস্যু কতৃক হামলার শিকার হওয়া আ.এফ.বি মায়ের দোয়া-১ ট্রলারের মালিক বাঁশখালী উপজেলার জাহিদুল হক এই বিষয়টি নিশ্চিত করে বলেন, ' গত ২৩ জানুয়ারি আনুমানিক রাত ৯ টার সময় আমার মাছ ধরার ট্রলারটি সাগরের সুন্দরবন দ্বীপ এলাকায় মাছ ধরার সময় ভোলা জেলার নুরবাদের হাজির হাট রাস্তার মাথা এলাকার শফি মাঝির ট্রলার (রাজিয়া সুলতানা) সহ মোট চারটি ট্রলারে হামলা পূর্বক জলদস্যুরা আক্রমণ করে ট্রলারে থাকা মাছ ধরার মালামাল চিনিয়ে নেয়। যেখানে ৬টি বিথী জাল সহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে য়ায়।'

তিনি আরো জানান 'উক্ত মালামাল উদ্ধারের জন্য দুবল বন বিভাগ ও দুবলা কোস্ট গার্ডকে লিখিত ভাবে অবহিত করা করা হয়েছে।জলদস্যুরদের ট্রলার ক্রোক করে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার  করে এবং জলদস্যুদের  আইনের আওতায় আনার জন্য সংশ্লীষ্ট কতৃপক্ষের নিকট আবেদন করেছেনন বলেও জানান তিনি।'




বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.