বাঁশখালীতে ভেজাল বিরোধী অভিযানে ফার্মেসী ও ভূয়া ডাক্তারকে অর্ধলক্ষ টাকা জরিমানা ''Banskhalijanaphad24.com"
বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীন, মানহীন, ভেজাল ঔষুধ বিক্রি করার অপরাধে বিসমিল্লাহ ভেটেরিনারি ফার্মেসীকে ২৫ হাজার টাকা ও প্রাণি চিকিৎসার নামে খামারীদের ধোঁকা দিয়ে অপচিকিৎসা চালানোর অভিযোগে উক্ত ফার্মেসীতে অবস্থান করা ভেটেরিনারি ডাক্তার পরিচয় দেওয়া মোস্তফা সাইফুল্লাহ নামক এক কোয়াক কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, 'বিসমিল্লাহ ভেটেরিনারি ফার্মেসী অনুমোদনহীন, মানহীন, ভেজাল মেডিসিন বিক্রি করতো এবং খামারীদের সরলতার সুযোগ নিয়ে নিজেও এইসব মেডিসিন ব্যবহার করতো; যার ফলশ্রুতিতে অনেক গবাদি পশু মারা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। অপরদিকে প্রাণি চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে খামারীদের ধোঁকা দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে অপচিকিৎসায় জড়িত, এমনকি এন্টিবায়োটিকও প্রয়োগ করে ভূল চিকিৎসা প্রদানের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। তাছাড়া প্রাণিজ আমিষের ক্ষতিসাধন হয় এমন কিছু রুখতেও এ অভিযান চলমান রাখতে বাঁশখালী উপজেলা প্রশাসন বদ্ধপরিকর এবং এ বিষয়ে সকল সচেতন নাগরিক ও খামারীদের সচেতন থাকার জন্য অনুরোধ করেছেন তিনি।
অভিযান পরিচালনাকালে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. তানজীর হোসেন চৌধুরী ও বাঁশখালী থানা পুলিশের বিশেষ টিম।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন