জনপদ সংবাদদাতাঃ মোজাম্বিক বেইরা প্রভিন্সিয়ায় করোনা আক্রান্ত হয়ে ফরিদুল আলম (৪৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বেইরা প্রভিন্সিয়ার টিকা ডিস্ট্রিকে ফরিদুল আলম দীর্ঘদিন ধরে নিজস্ব ব্যবসা বাণিজ্য করে আসছেন। তিনি সেখানে স্বপরিবার নিয়ে টিকাতে বসবাস করতেন।
ফরিদুল আলমের ছোট ভাই নুরুল আমিন জানান, 'গত দু'দিন আগে অসুস্থতাবোধ করলে স্থানীয় এক হাসপাতালে করোনা টেস্ট দেওয়া হয় ফরিদুল আলমকে। করোনা টেস্টে তার দেহে করোনা পজেটিভ আসলে বেইরা করোনা রোগির হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল থেকে অক্সিজেন এর মাত্রা কমে গেলে তাকে অক্সিজেন দেওয়া হয়। আজকে বৃহস্পতিবার তার অবস্থা আরো অবনতি হয়। চিকিৎসাধীন অবস্থায় মোজাম্বিক সময় বিকাল ২ টার সময় তার মৃত্যু হয়।
জানা যায়, ফরিদুল আলম চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হেড পাড়া এলাকার আবু সামার ছেলে।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন