নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে সানলাইন বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হয়েছে। এতে গুরুতর আহত ৩ জনকে চমেক প্রেরণ করা হয়েছে।
রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম আনোয়ারা-বাঁশখালী (পিএবি) প্রধান সড়কের শেখেরখীল রাস্তার মাথায় সানলাইন বাসের সাথে মোটর চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষর ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ ৪ জন আহত হয়।
এতে গুরুতর আহত হয় বড়ঘোনা এমদাদিয়া পাড়ার নুরুল আবচার (৫৫) ও তার স্ত্রী শারমিন আক্তার (২৯) এবং তাদের দু'বছর বয়সী শিশু সহ অটোরিকশা চালক।
সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে স্থানীয় চাম্বল ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হলে ৩ জনের অবস্থা অাশংকাজনক হলে তাদেরকে চমেক প্রেরণ করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেখেরখীল রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম শহর ছেড়ে বাঁশখালী অভিমুখে দ্রুত গতিতে চলে আসা সানলাইন বাসটি (চট্টমেট্রো-জ-১১২০৭৫) উত্তর দিক থেকে আসা আটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার ড্রাইভার সহ একই পরিবারের তিন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা অাশংকাজনক হওয়ায় একই পরিবারের ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন