নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়কে সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর মোকামী পাড়া অভ্যন্তরিণ সড়ক সংযোগ এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে একটি বৈদ্যুতিক খুঁটি। সেই খুঁটির মধ্যভাগের বৃহত্তম অংশে ভাঙ্গন ধরেছে। রড-সিমেন্টের তৈরি বৈদ্যুতিক খুঁটিটির সিমেন্টের প্রলেপ সরে গিয়ে ঠাই দাঁড়িয়ে আছে। সম্ভবত প্রধান সড়কে চলাচলরত গাড়ীর ধাক্কায় এমনটি হয়েছে। যার ফলে খুঁটিটি ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোন সময় খুঁটিটি পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে ঝুঁকিতে থাকা খুঁটিটি যেন দেখার কেউ নেই।
সরেজমিনে দেখা যায়, উপজেলার প্রধান সড়কে দক্ষিণ সাধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দেড়শ গজ দক্ষিণে সাধনপুর মোকামী পাড়া অভ্যন্তরিণ সড়ক সংযোগে ঝুঁকিপূর্ণ এ খুঁটির অবস্থান। খুঁটির উপর দিয়ে ৩৩ কেবি ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালক তার বহমান রয়েছে। যে কোন সময় খুঁটিটি হেলে পড়ার রয়েছে সম্ভাবনা। ব্যস্থতম প্রধান সড়কে খুঁটিটি পড়ে গেলে বড় ধরণের দূর্ঘটনার মতো ঘটনা ঘটে যেতে পারে বলে অাশংকা প্রকাশ করছে স্থানীয়রা।
সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, 'বাঁশখালী পিএবি রুটে চলাচলরত কোন যানবাহনের ধাক্কায় সম্ভবত খুঁটির সিমেন্টের প্রলেপ ঝরে পড়ে যায়। যার ফলে খুঁটিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। খুঁটিটি পরিবতন করে নতুন খুঁটি স্থাপন করা না হলে, যে কোন সময় পড়ে গিয়ে মারাত্মক দূর্ঘটনা ঘটে যেতে পারে।'
এ বিষয়ে বাঁশখালী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, ' আগে এ বিষয়ে কেউ আমাদেরকে অবহিত করেনি। তবে ওই খুঁটির বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।'
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন