advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

মোজাম্বিকে করোনা আক্রান্ত হয়ে বাঁশখালী প্রবাসীর মৃত্যু “বাঁশখালীজনপদ২৪.কম”


প্রবাসী ডেস্কঃ
দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  মাহামুদুল ইসলাম (৪২) নামে আরো এক বাংলাদেশি প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। 

শনিবার (২৪ জুলাই) মোজাম্বিক সময় সকাল ৭টটার দিকে মোজাম্বিকের ইয়ানবানি বিভাগীয় জানগামো কোভিন-১৯ হাসপাতালে মৃত্যু হয় তার।

মোজাম্বিক থেকে জাকের হোসাইন জানান, 'গত দশ দিন আগে মাহামুদুল ইসলাম অসুস্থতাবোধ করলে কোন চিকিৎসা না নিয়ে অবহেলা করে। চার দিনপর অসুস্থতা বেড়ে গেলে তখন মাহামুদুল ইসলামকে পার্শ্ববর্তী ভিলানকুলো শহরে হাসপাতাল রোয়াল দি ভিলানকুলো নামে এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে করোনা টেস্ট দেওয়া হলে তার করোনা পজেটিভ আসে। করোনা পজেটিভ আসার পর তাকে ইয়ানবানি বিভাগীয় জানগামো কোভিন-১৯ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হতে থাকে। চিকিৎসাধিন অবস্থায় আজ শনিবার সকালে তার মৃত্যু হয়।'

মাহামুদুল ইসলাম মোজাম্বিকের ইয়ানবাহনি প্রদেশের ইয়ানসুরু শহরে বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনি ইয়ানসুরু শহরে স্বপরিবার নিয়ে বসবাস করতেন। তার দুই মেয়ে এক ছেলে সন্তান রয়েছে। 

মৃত মাহামুদুল ইসলাম চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জয়নগর এলাকার মৃত আজি আহমদ এর ছেলে। 

উল্লেখ্য, মোজাম্বিকে করোনা মহামারিতে এই পর্যন্ত ১৪জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে,তার মধ্যে ১০জন বাংলাদেশি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার।




বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই