বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীর জেলের জালে বিরল প্রজাতির ৪শ কেজী ওজনের মাছ ’’বাঁশখালীজনপদ২৪.কম'’


শিব্বির আহমদ রানাঃ
 চট্টগ্রামের বাঁশখালীতে জেলের জালে বিরল প্রজাতির মাছ আটকা পড়েছে। মাছটির আনুমানিক ওজন ৪শ কেজি। গত মঙ্গলবার (২০ জুলাই) বঙ্গোপসাগরে জাল পেতে দিলে উপজেলার শেখেরখীল ইউনিয়নের এফ.বি শাহ্ জাব্বারিয়া ফিশিং বোট এর ফরিদ মাঝি নামের এক জেলের জালে মাছটি আটকা পড়েছে। ফরিদ মাঝি উপজেলার শেখেরখীল ইউনিয়নের বাসিন্ধা বলে জানা যায়। আজ শনিবার (২৪) জুলাই সাগর থেকে ফিরে শেখেরখীল সরকার বাজারে বোট থেকে বিরল প্রজাতির মাছটি নামানো হয়।

স্থানীয় জেলেরা জানায়, বিরল প্রজাতির বড় মাছটি আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে ওই ইউনিয়নের সরকার বাজারে মাছটি একনজরে দেখতে ভীড় জমায় কয়েকশত উৎসুখ জনতা।

এটাকে কেউ বলছে হাঙ্গর মাছ কেউ বলছে তিমি মাছ। তবে কেউ এ মাছটির বৈজ্ঞানিক নাম বলতে পারেনি।

বিরল প্রজাতির মাছ শিকারি জেলে ফরিদ মাঝি বলেন, ‘আমার জাল নিয়মিত বঙ্গোপসাগরে ফেলা হয়। প্রতিদিনকার মতো সময় হলে জেলেরা জাল টানে। জাল টেনে আনতে দেখা মেলে বিরাট আকারের বিরল প্রজাতির মাছটি। হঠাৎ জালে মাছটি ধরা পড়লে আমি অবাক হয়ে যাই। মাছটি জালে আটকা পড়লেও জালে নড়াচড়া করার কারণে মৃত অবস্থায় মাছটি উদ্ধার করা হয়েছে বলে জানান ওই জেলে।’ তিনি আরো বলেন, মাছটি ধরা পড়েছে গত চার দিন আগে। আজকে শেখেরখীল ফিশারীঘাটে বোট এসে ভীড়লে বোট থেকে মাছটি নামানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, মাছটি তিমি হাঙ্গর (রাইনকডন টাইপাস) একটি ধীর গতি সম্পন্ন, ফিল্টার খাওয়ানো কার্পেট হাঙ্গর এবং বৃহত্তম পরিচিত প্রজাতির মাছের প্রজাতি। এ জাতীয় মাছ বিরল প্রজাতির। বিশেষ করে এ প্রজাতির মাছ আমাদের এদিকে খুব কমই পাওয়া যায়।'



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.