বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশীর মৃত্যু ”বাঁশখালীজনপদ২৪.কম”


জনপদ সংবাদদাতাঃ শনিবার (৩ জুলাই) সৌদি আরব সময় সকাল সাড়ে ৬ টার দিকে সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি একজন বাংলাদেশী প্রবাসী। দূর্ঘটনায় নিহত ব্যক্তি মো. শহিদ উল্লাহ (৩৮) বলে জানা গেছে।

নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন জানিয়েছেন, 'আমার বড় ভাই শহিদ উল্লাহ্ নির্মাণ কাজের একজন ফোরম্যান। প্রতিদিনের মতো নিজের প্রাইভেট কার-এ করে কর্মস্থলে যাওয়ার জন্য বের হলে পথিমধ্যে তার গাড়ীর সাথে আরেকটি গাড়ীর ধাক্কা লাগে। গাড়ী থেকে নেমে রাস্তার পাশে তার গাড়ী রেখে বিষয়টি নিয়ে আলাপকালে পেছন থেকে আরেকটি মাইক্রোবাস এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো গাড়ির সাথে ধাক্কা লাগে, এতে ঘটনাস্থলে বাংলাদেশী শহিদ উল্লাহ্ সহ আর একজন পাকিস্থানি প্রবাসী নিহত হয়।'

মৃত শহিদ উল্লাহ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা এলাকার মিয়ার বাড়ীর মো. আলী হোছেনের ছেলে। 

আজ শনিবার বেলা ২টার দিকে তার ছোট ভাই আনোয়ার হোসেন আবির শহিদ উল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ছোট ভাই আরো জানান, বিগত ২০০৩ সালে আমার বড় ভাই সৌদি আরবে গমণ করেন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি সেখানে নির্মাণ শ্রমিকের ফোরম্যান হিসেবে কাজ করতেন। নিজেই তার কাজে প্রাইভেটকারে চলাফেরা করতেন।

গাড়ীর ধাক্কায় নিহত শহিদুল কে ঘটনাস্থল থেকে সেখানের পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শহিদ উল্লাহ পারিবারিক জীবনে বিবাহীত। তার দু' ছেলের একজনের বয়স ৮ বছর, অপরজনের বয়স ৬ বছর।



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.