মুমূর্ষ রোগীদের জরুরী চিকিৎসা সেবায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দুটি হাই-ফ্লো-ন্যাজাল ক্যানুলা হস্তান্তর করেছে দৈনিক পূর্বদেশ। আজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও করোনা ইউনিটের প্রধান ডা. আব্দুর রবের হাতে হাই-ফ্লো-ন্যাজাল ক্যানুলা দুটি হস্তান্তর করেন দৈনিক পূর্বদেশ সম্পাদক ও স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। এসময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা বিভিন্নভাবে কাজ করছি। কোভিড-১৯ মোকাবেলা ও সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কোভিড রোগীদের দুর্ভোগ লাঘবে হাই-ফ্লো-ন্যাজাল ক্যানুলার গুরুত্ব থাকায় এ দুটি চিকিৎসা সামগ্রী দিয়েছি। অন্যান্য আরো কয়েকটি হাসপাতালেও হাই ফ্লু ন্যাজাল ক্যানুলা দিয়েছি।
ডা. আব্দুর রব বলেন, নতুন দেয়া এ দুটিসহ চট্টগ্রামে বর্তমানে ১৭৩ টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা আছে। এরমধ্যে সরকারি হাসপাতালে আছে ৪৭টি ও বেসরকারি হাসপাতালে আছে ১২৪টি”।-প্রেসবিজ্ঞপ্তী।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন