নিজস্ব সংবাদদাতাঃ উপজেলার সরল ইউনিয়নের সমাজ সেবামূলক সংগঠন 'সরল দাওয়াতুন্নবী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্থার উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে সরল দাওয়াতুন্নবী সঃ সংস্থার মহাসচিব মাওলানা নিজামুদ্দিন আল হোসাইনী ও মাওলানা সোহাইল মাহমুদের যৌথ পরিচালনায় সংস্থার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল মাজেদ'র সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক ইউপি সদস্য সিরাজদ্দৌল্লাহ চৌধুরী। সংস্থার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা রফিকুল ইসলাম, খাদ্য সামগ্রী বিতরণ কমিটির অর্থ সম্পাদক এডভোকেট মাওলানা হাফেজ আব্দুল হান্নান, চট্টগ্রাম আবাসিক বি-ব্লক কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ আজিজ ইউছুফ।
সংস্থার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা মাহবুবুল হাসান, সহ সভাপতি মাওলানা হাফেজ শাহেদুর রহমান, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসাইন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমুদুর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা জসিম উদ্দীন মিসবাহ, কার্যনির্বাহী সদস্য মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আবু ছৈয়দ, মাওলানা হাফেজ ক্বারী জহিরুল ইসলাম ও মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের ১০ জনসহ ইউনিয়নের ১১৫ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও আগত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
করোনা মহামারী থেকে দেশ-জাতির সুরক্ষা এবং খাদ্য সামগ্রী বিতরণ তহবিলে সাহায্যদাতা সকল শুভাকাঙ্ক্ষীদের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি মাওলানা আব্দুল মাজেদ।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন