advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

স্বজনদের অপেক্ষার পালা শেষ, নিঁখোজের তিনদিন পর ভেসে এলো যুবকের লাশ “বাঁশখালীজনপদ২৪.কম'’


শিব্বির আহমদ রানাঃ জীবিকার সন্ধানে ছুটে চলা যুবক মু. নেজাম উদ্দিন (১৯) গত বুধবার (২৮ জুলাই) দুপুরে জোয়ারে ভেসে যাওয়া নৌকা উদ্ধার করতে গিয়ে সাগরে নেমেছিল। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া ঘটের দক্ষিণে মদিনা মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে। তার নিঁখোজের খবরে বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম ও কোস্টগার্ডের ডুবুরি টিম দিনভর উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। এরপর থেকে সাগর পাড়ে নেজামের স্বজনেরা অপেক্ষা করতে থাকে কবে নেজাম ফিরে আসবে তার প্রতিক্ষায়।

আজ শুক্রবার (৩০ জুলাই) সকালে নিঁখোজ নেজাম তিন দিন পর ফিরে এলো লাশ হয়ে। নেজাম যেখানেই হারিয়েছে সেখানেই তিনদিন পর তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেন তার স্বজনেরা। গত বছর সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ায় ট্রলার ডুবে প্রাণ হারিয়েছিল চাচাত ভাই আব্দু শুক্কুর (২০)। এ বছর প্রাণ হারাল নেজাম উদ্দিন (১৯)।

নিহত নেজাম উদ্দিনের বাড়ি বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে। তার বাবার নাম তাহের মিয়া। নেজাম উদ্দিন তাদের পরিবারের একমাত্র সন্তান ছিলেন।

ছনুয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মু. রেজাউল করিম বলেন, ' আজ সকাল সাড়ে ১০ টার দিকে নেজাম যেখানেই হারিয়ে গেছেন সেখানেই তিনদিন পর তার লাশ ভেসে উঠে। এলাকাবাসী নেজামের ভাসমান লাশ দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে আসেন।'

বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুর রহমান বলেন, 'তিনদিন পর সাগরে নিঁখোজ নেজামের ভাসমান লাশ পাওয়ার খবর পেয়েছি।'

আজ জুমার নামাযের পর স্থানীয় জামে মসজিদ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে।




বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই