ছবি: বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হেলাল উদ্দিন আজাদ সিকদার (১৬)। |
নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহি উদ্দীন আজাদ সিকদার (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার মরহুম আব্দুল আজিজের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত মহি উদ্দিন আজাদ ওই এলাকার হেলাল উদ্দিন সিকদারের প্রথম পুত্র। মহি উদ্দিন ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থী। সে চাম্বল উচ্চ বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র বলে জানা যায়। নিহতের চাচা রায়হান জানিয়েছেন 'মহি উদ্দিন আজাদ তাদের বাড়ির উঠানে ব্যাটমিন্টন খেলে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বৈদ্যুতিক লাইন দিতে যাবে এমন সময় তার ছোট ভাই বাড়ির সুইচবোর্ডে লাইন চালু করাতেই বাহিরে থাকা তার বড় ভাই মহি উদ্দিন বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।' পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ (শুক্রবার) সকাল ১১টায় মহি উদ্দিনের জানাযার নামায শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন