নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা মনছুরিয়া বাজার এলাকার পূর্বপাড়ায় গোসলখানার পাইপলাইন পুকুরে বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাহাদুর (৩০), মঞ্জুরুল আলম (৪১), মো. সিদ্দিক (৫২), জাকের আহমদ (৪৫)।
বুধবার (২০ অক্টোবর) রাতে মনছুরিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বাঁশখালী থানা পুলিশ। এর আগে সন্ধ্যায় সংঘর্ষে নিহত সুলতান মাহমুদ টিপুর মা মমতাজ বেগম বাদী হয়ে বাঁশখালী থানায় ওই এলাকার কাশেম আলীর ছেলে মো. বাহাদুরকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, এই ঘটনায় জড়িত এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, বাঁশখালী প্রধান সড়কে মনছুরিয়া বাজার এলাকায় গোসলখানার পাইপলাইন পুকুরে বসানোকে কেন্দ্র করে চাচাতো ও জেঠাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া এলাকার পূর্বপাড়ার মৃত আবুল কাসেম ও কাশেম আলীর মধ্যে দীর্ঘদিন থেকে বাড়ি ভিটার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এই নিয়ে অনেকবার সালিশী বৈঠকও হয়। গতকাল দুপুর দেড়টার দিকে গোসলখানার পাইপলাইন দিয়ে পানি পুকুরে পড়া নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবদুল খালেক (৩২) ও মো. সোলতান মাহমুদ টিপু (২৫) নামের দুই যুবক নিহত হয়েছেন। নিহত দু'জনই তারা আপন চাচা ও ভাইপুত। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন কামাল হোসেন (৫৫), মঞ্জুরুল আলম (৪১) ও মো. বাহাদুর (৩০)।
আজ (২১ অক্টোবর) নিহত লাশ দু'টি ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে আসলে এলাকায় লোকজনের ভীড় জমে। সন্ধ্যা ৭টায় দু'জনের জানাজার নামায শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন