advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় ২ শিক্ষার্থী গুরুতর আহত ‘‘বাঁশখালীজনপদ২৪.কম'’’


নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থী তানজিলা (১৬) ও মোবারেকা (১৫) নামের দু'জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করে চমেক প্রেরণ করেছে স্থানীয় চাম্বল ন্যাশনাল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

আহত তানজিলা চাম্বল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার মু. ফেরদৌসের কন্যা, অপরজন মোবারেকা একই এলাকার বাদশা মিয়ার কন্যা। তারা দুজনই চাম্বল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। দুজনই আগামী ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থী।
বুধবার (২৭) অক্টোবর সকাল ১১ টার সময় চাম্বল ন্যাশনাল হাসপাতালের দক্ষিণ পার্শ্বে চট্টগ্রাম শহরগামী সুপার সার্ভিস নামে একটি চলন্ত বাসের ধাক্কায় ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়।

বাসের ধাক্কায় ঘটনাস্থলে পড়ে গেলে সেখান থেকে আহতদেরকে স্থানীয়রা প্রথমে নিকটস্থ বেসরকারী হাসপাতাল চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় চমেক প্রেরণ করেন বলে জানা যায়।

চাম্বল উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের সহকারী শিক্ষক মু. গিয়াস উদ্দিন জানান, 'আমাদের ওই দুই শিক্ষার্থী প্রধান সড়ক দিয়ে হেঁটে স্কুলে আসার সময় চাম্বল বাজার ন্যাশনাল হাসপাতালের দক্ষিণে প্রধান সড়কে চট্টগ্রাম শহরগামী একটি সুপার সার্ভিস পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় তারা দু'জন গুরুতর আহত হয়। পরে আমরা তাদেরকে চমেক নিয়ে আসি।'



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই