জনপদ ডেস্কঃ কংগ্রেস এর মূলনীতি, সুস্থ ধারার রাজনীতি স্লোগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস ২০১৩সালের ৪মার্চ প্রতিষ্ঠা হয়ে ২০১৯সালে ১৯মে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশক্রমে বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ কংগ্রেস কে পূর্ণভাবে নিবন্ধনিত করে।চট্টগ্রাম জেলা কমিটির পুর্নগঠনে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ২য় বারের মতো আহ্বায়ক মনোনীত হলেন- মোহাম্মদ ফয়েজ আহমেদ এবং সদস্য সচিব মনোনীত হলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং চট্টগ্রাম বাঁশখালীর কৃতি সন্তান, এডভোকেট মনিরুল আলম চৌধুরী।
গত শুক্রবার, বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় চেয়ারম্যান এডভোকেট কাজী রেজাউল হোসেন এবং মহাসচিব এডভোকেট ইয়ারুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশের সকল জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। আগামী ১০দিনের মধ্যে চট্টগ্রাম জেলার পূর্ণাঙ্গ কমিটির গঠনের নির্দেশ প্রদান করেন।
নব মনোনীত সদস্য সচিব, এডভোকেট মনিরুল আলম চৌধুরী বলেন- ১৯৮৪-৮৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং তৎপরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতির হাতেখড়ি, কবি জসীমউদ্দিন হলে বাংলাদেশ ছাত্রলীগ (র.র) জিএস ছিলেন। ১৯৯০সালে ছাত্র রাজনীতি হতে বিরতি নেন। রাজনৈতিক গুরু সিরাজুল আলম খান দাদাভাই এবং শাহজান সিরাজ, আ.স.ম আবদুর রব, বাঁশখালীর মোক্তার আহমেদ (সাবেক এমপি), বাঁশখালীর সরল নিবাসী শফি ভাই এদের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শুরু করি। পরবর্তী তে যখন সুস্থ ধারার রাজনীতির প্লাটফরম পাইনি, তখন থেকে বিরত, রাজনীতি হতে মুখ ফিরিয়ে নিয়েছি, তবে সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ কংগ্রেস এর নীতিমালা, সংবিধান, সুস্থ ধারার রাজনীতির মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, দেশপ্রেম প্রতিপাদ্য ভালো লাগে, তখন বাংলাদেশ কংগ্রেস বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করি। সামাজিক কার্যক্রমে বাঁশখালীর নিজ এলাকায় জ্ঞান চর্চা পাঠাগার, রক্তদান, মরোণাত্তোর চক্ষুদান কর্মসূচি, এতিমখানায় এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ কংগ্রেস সুস্থ ধারার রাজনীতি চর্চায় চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং দশের কল্যাণে সোনার বাংলাদেশ গড়তে এগিয়ে আসবেন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন