প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাঁশখালী ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী |
নিজস্ব সংবাদদাতাঃ 'রক্তদিন, জীবন বাঁচান' স্লোগানকে কেন্দ্র করে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন বাঁশখালী ব্লাড ব্যাংকের ৫ম বর্ষপূর্তি উৎসব উদযাপন ও আলোচনা সভা ব্লাড ব্যাংকের এডমিন ফারুকুল ইসলাম জিসানের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৫ অক্টোবর) বিকেল ২টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আসিফুল হক। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী ব্লাড ব্যাংকের উপদেষ্টা বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন, উপদেষ্টা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম যুগ্ন সম্পাদক লায়ন মুনমুন দত্ত মুন্না, বাঁশখালী ব্লাড ব্যাংকের প্রতিষ্টাতা পরিচালক সজীব নমঃ শুভ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোহাম্মদ দিদারুল আলম, এ্যাডভোকেট আনিসুল ইসলাম, সমাজ সেবক কায়েস সরওয়ার সুমন, সাংবাদিক শাহ্ মু. শফি উল্লাহ, আব্দুল জাব্বার, জোবাইর চৌধুরী, শিব্বির আহমদ রানা, দিদার হোসাইন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাঁশখালী ব্লাড ব্যাংক বাঁশখালীর ইতিহাসে প্রথম ও একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন। রক্তের সন্ধানে কাজ করা দেড় শতাধিক সক্রিয় রক্তযোদ্ধাদের মানবিক সংগঠন এটি। যে কোন মুহূর্তেই মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো সংগঠনটি বাঁশখালীতে মানবিক সংগঠন হিসেবে পরিচিত লাভ করে। এ সংগঠন করোনাকালীন সময়ে মুমূর্ষ রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দিয়েছেন। দেড় শতাধিক তরুণ যুবাদের নিয়ে সংঘটিত এ মানবিক সংগঠনের ৫ম বর্ষপূর্তিতে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্লাড ব্যাংকের পরিচালকদের ও সংশ্লীষ্ট মানবিক কাজে সহায়তা করা ও পাশে থাকায় গুণীজন ও সাংবাদিক সমাজকে সম্মাননা স্মারক প্রদান করেন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন