নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি উপজেলার পশ্চিম চাম্বল বুড়াখালী মন্দির ও নাপোড়া শেখেরখীল সার্বজনীন কালীমন্দির পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজামণ্ডপ ঘুরে দেখে স্থানীয়দের খোঁজখবর নেন। পরে তিনি পশ্চিম চাম্বল বুড়াখালী মন্দিরের সভাপতি গুরুধন জলদাশের হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন ও সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান ইয়াছিন তালুকদার, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা. আশীষ কুমার শীল, সদস্য সচিব উত্তম কুমার কারণ, প্রদীপ গুহ, ঝুন্টু কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন