জনপদ সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা গন্ডামারা ইউনিয়নে অর্থনৈতিক এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন।
বুধবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলা গন্ডামারা এলাকার এস আলম গ্রুপ প্রস্তাবিত বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ১ ও ২ এর স্থান পরিদর্শন করছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ উমর ফারুক, এস এস পাওয়ার প্ল্যান্ট ডাইরেক্টর মো. বেলাল আহমদ, এস এস পাওয়ার প্ল্যান্ট ডাইরেক্টর এহছানুল আলম, এস আলম গ্রুপের নীতি নির্ধারক আশরাফুল আলম, এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক (অর্থ ) সুব্রত কুমার ভৌমিক, এস আলম গ্রুপের ভূসম্পদ বিভাগের প্রধান মোস্তান বিল্লাহ আদিল, এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়কারী ফারুক আহমদ, বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন, এসআই প্রদীপ কুমার প্রমুখ।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন